তৌসিফ আহমেদ (ইন্দাস)
খবরের জেরে বন্ধ হয়ে গেল ইন্দাস ব্লকের দীগলগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনিয়ার হাট ।
সপ্তাহে দুদিন বসে এই হাট, এলাকাবাসী সূত্রে খবর পেয়ে সংবাদ মাধ্যমের টিম পৌঁছান বাজার খতিয়ে দেখতে ,সেখানে গিয়ে অন্য চিত্র চোখে পড়ে, অসংখ্য মানুষের সমাগমে সরকারি নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাঁকিয়ে বসেছে আজকের হাট,
বেলাগাম ভাবে ঘোরাফেরা করছে মানুষ, লকডাউন এর কোন প্রভাবই যেন পড়েনি এই হাটের মধ্যে, নেই দোকানের সামনে কোন গণ্ডি, স্থানীয় দোকান গুলিতেও একত্রিত ভাবে চলছে জিনিস পত্র কেনা বেচা, এরপর আমাদের ক্যামেরা শুরু হওয়ার পরেই তৎপর হয় স্থানীয় দোকানগুলি ।
বাজার কমিটির পক্ষ থেকে মাইকের মাধ্যমে বারবার সচেতন করার পড়ও কোন কাজ হয়নি বলে জানান বাজার কমিটির সদস্য দীপক দলুই ।
ঘটনাস্থলে ছুটে আসেন দীগলগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি রায়, এরপর সমস্ত কিছু খতিয়ে দেখে হাট বন্ধের সিদ্ধান্ত নেন বাজার কমিটি এবং দীগলগ্রাম গ্রাম পঞ্চায়েত।