---Advertisement---

আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেইঃ মুখ্যমন্ত্রী

By Admin

Published On:

Follow Us
---Advertisement---
শুক্রবারের সকালে পশু চিকিৎসককে পুড়িয়ে মারার  ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের খবরে উচ্ছ্বাসিত গোটা দেশ। সকাল থেকেই হায়দরাবাদ সিপি সজ্জনারকে কুর্নিশ জানানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় । কিন্তু ঘটনার বিরোধিতা করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন হাতে তুলে নয়, কড়া আইনের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া দরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
শুক্রবার সংহতি দিবস উপলক্ষে মেয়ো রোডে বিআর আম্বেদরকরের মূর্তিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে হায়দারবাদ এবং উন্নাও ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। ধর্ষণ রুখতে কঠোর আইন প্রণয়নের দাবী তোলেন তিনি। দ্রুত চার্জশিট পেশ করে দোষীদের শাস্তি দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার মালদহে এক মহিলাকে ধর্ষণের পর পুড়িয়ে মারার ঘটনায় উত্তাল হয়েছে সংসদ। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে কটাক্ষ করতে পিছপা হননি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ঘটনাটিকে খতিয়ে দেখতে রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনাটি আদৌ ধর্ষণের ঘটনা কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। তবে কেন পুড়িয়ে মারা হল মহিলাকে তা খতিয়ে দেখবে প্রশাসন। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, দ্রুত বিচারের জন্য পশ্চিমবঙ্গে ৮৫ টি ফাস্টট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে। তার মধ্যে কিছু সংরক্ষিত রয়েছে মহিলাদের জন্য। তাই আইনত পদক্ষেপ নিয়ে দ্রুত মালদহ ঘটনার নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন তিনি। আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই কারোর, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন উন্নাওয়ের ঘটনা উল্লেখ করে বিজেপির যোগী সরকারকে কটাক্ষ করতে পিছপা হননি তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, উন্নাও ঘটনায় যুবতীর দেহের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। যুবতীর অবস্থা আশঙ্কাজনক। কেন উত্তরপ্রদেশের সরকার দোষীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিল না? প্রশ্ন তোলেন তিনি।

Leave a Comment