কর্ণাটকে CAA বিরোধী আন্দোলনে মৃতদের পাশে দাঁড়াল এরাজ্যের তৃণমূল সরকার। শনিবার প্রতিনিধি দলের মাধ্যমে মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৫ লক্ষ টাকার চেক।
আগেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কর্ণাটকে CAA বিরোধী আন্দোলনে মৃতদের পরিবারের পাশে তিনি আছেন।
সেই মতো তৃণমূলের প্রতিনিধি দল কর্ণাটকে পাঠানোর ব্যবস্থাও করেন তৃণমূল সুপ্রিমো।
শনিবার সকালে মেঙ্গালুরুতে গিয়ে CAA বিরোধী আন্দোলনে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধি দল। যার নেতৃত্বে ছিলেন বারাকপুর কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদি।
এছাড়াও CAA বিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে ইউনিট হাসপাতালেও যান তৃণমূলের প্রতিনিধি দল।
CAA বিরোধী আন্দোলনে দেশের একাধিক রাজ্যের পাশাপাশি সামিল হয়েছিল কর্ণাটকও। বিক্ষোভ, আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই ব্যক্তির।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী প্রথমে ১০ লক্ষ টাকার অর্থ সাহায্য ঘোষণা করেলও পরে মৃতদের অপরাধী বলে মন্তব্য করেন।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। CAA ও NRC বিরোধিতা করে পথে নেমে কর্ণাটকের বিজেপি সরকারের এহেন আচরণের সমালোচনা করেন তিনি।
সেই সঙ্গে ঘোষণা করেন, সে রাজ্যের সরকার না থাকলেও পশ্চিমবঙ্গ সরকার মৃতদের পরিবারের পাশে থাকবে। সাধ্যমত অর্থ দিয়ে সাহায্যের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
তবে এই প্রথম নয়, এর আগেও ভিন রাজ্যের অশান্তির পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। অসমে ও উত্তরপ্রদেশে গিয়ে সে রাজ্যের প্রশাসনের বিরোধের মুখে পড়তে হয়েছিল তৃণমূল প্রতিনিধিদের।