ঝান্ডা নিয়ে মিটিং মিছিল করলে হবেনা তার সঙ্গে সামাজিক কাজ করতে হবে।আমরা শহরে শান্তি চাই শহরকে ভালো রাখতে চাই শহরে গন্ডগোল চাইনা,উন্নয়নের মধ্যে দিয়ে বর্ধমান শহরকে এগিয়ে নিয়ে যেতে চাই।বর্ধমান শহরে ২৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগম এবং ২৬নম্বর ওয়ার্ড যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান উৎসবের এসে একথা বলেন বিধায়ক খোকন দাস।
রবিবার গোদা দাস পারা এলাকায় এই রক্তদান উৎসবের আয়োজন হয়।এদিনের এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন, বিধায়ক খোকন দাস,পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার,পূর্ব বর্ধমান জেলার তৃনমূল কংগ্রেসের সাধারন সম্পাদক কাঞ্চন কাজি, বিশিষ্ট সমাজসেবী আশরাফ উদ্দিন বাবু সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা।৩০০জন রক্তদাতা রক্তদান করেন। সমস্ত রক্ত ক্যামরি ব্লাড ব্যাংক এবং বর্ধমান মেডিক্যাল কলেজের হাতে তুলে দেওয়া হয়
শুধু মিটিং মিছিল নয়, করতে হবে সামাজিক কাজ |খোকন দাস
By Admin
Updated On:
