এম এস ইসলাম,সেহারাবাজার
একটা মানুষ সারা জীবনে ৬ লক্ষ গাছ লাগালেন আর আমরা সবাই যদি দুটি করে গাছ লাগাই তাহলে পরিবেশ পাল্টে যাবে।সবুজ পরিবেশ সুন্দর হয়ে উঠবে। এই কথা বললেন আইপিএস শ্রীবাসন এমপি। পূর্ব বর্ধমানের সেহারা বাজার বাসস্ট্যান্ডে দক্ষিণ দামোদর প্রেসক্লাবাব ও গাছ গ্রুপের বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন। অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরী জীবনে ছয় লক্ষের বেশি বৃক্ষরোপণ করেছেন। তিনি ভারতবর্ষে প্রথম খন্ডবন নামের কনসেপ্ট এর উদ্ভাবক। পরিবেশের জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অরূপ চৌধুরী সম্বন্ধে এইসব তথ্য জেনে আইপিএস শ্রীনিবাসন এই কথা বলেন। তিনি সাধারণ মানুষকে আরো বেশি বৃক্ষ রোপনের জন্য উদ্বুদ্ধ করেন। দক্ষিণ দামোদর প্রেসক্লাব ও গাছ গ্রুপের তরফ থেকে বৃক্ষ বিতরণ ও এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী, বিডিও খণ্ডঘোষ সত্যজিৎ কুমার, গাছ মাস্টার অরূপ চৌধুরী, দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সভাপতি বৈদ্যনাথ কোনার, রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন,এস আই সুকল্যাণ বোস, খণ্ডঘোষ, রায়না, সেহারা ট্রাফিক, ও সেহারা আউটপোস্টের ওসিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম। এই অনুষ্ঠানটি সহযোগিতা করেন সেহারা গ্রাম পঞ্চায়েত ও সদিচ্ছা ফাউন্ডেশন।