---Advertisement---

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন খণ্ডঘোষ ব্লক জুড়ে

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

খণ্ডঘোষ |  পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ ব্লকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আজ একটি ট্যাবলর উদ্বোধন করা হলো। চার দিন ধরে এই ট্যাবলো খণ্ডঘোষ ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে মাতৃদুগ্ধ পান সম্পর্কিত বিষয়ে প্রচার অভিযান চালাবে। 

শিশুর মায়ের দুধ খাওয়ানোর সুরক্ষা ও গুরুত্ব সম্পর্কে অবহিত করাই এই সপ্তাহ পালন করার উদ্দেশ্য। একই সঙ্গে বিডিও অফিস চত্বরে ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন করা হয় আজ। খণ্ডঘোষ ব্লকের সিডিপিও(CDPO) লালেশ শর্মা জানান, বিডিও অফিসে কোন প্রয়োজনে আসা শিশুর মায়েরা যাতে তাদের কোলের শিশুটিকে দুগ্ধ পান করাতে পারেন তাই এই উদ্যোগ। আজ একটি চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের উদ্বোধন করা হয়। মা-বাবার সঙ্গে বিডিও অফিসে আসা শিশুর দের একঘেয়েমি কাটানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খেলাধুলার ব্যবস্থাও থাকছে সেখানে।

পান্ডুয়া রোগী কল্যাণ সমিতির উদ্যোগে বিডিও অফিসে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য প্রত্যেক সপ্তাহে একদিন করে থেরাপি দেওয়ারও কর্মসূচি নেওয়া হয়েছে। কিভাবে বাড়িতে প্রতিদিন থেরাপি করতে হবে সে কথা অভিভাবকদের বুঝিয়ে দেবেন থেরাপিস্টরাই। এবং সপ্তাহে দুদিন শিশুদের জন্য ডাক্তার বসবেন সিডিপিও (CDPO) এর অফিস চত্বরে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SDO কৃষ্ণেন্দু কুমার মন্ডল , খণ্ডঘোষ এর বিডিও(BDO )সত্যজিৎ কুমার, খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক অম্বরিশ বিশ্বাস সহ অন্যান্যরা।

ব্রেস্ট ফিডিং কর্নার ও চাইল্ড ফ্রেন্ডলি কর্নারের পরিদর্শনে SDO কৃষ্ণেন্দু কুমার মন্ডল, BDO সত্যজিৎ কুমার , BMOH আম্বরিশ বিশ্বাস।