---Advertisement---

ভারতমালা প্রকল্পে যুক্ত হতে চলেছে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---
এম এস ইসলাম,বর্ধমান|

ভারতমালা প্রকল্পে এবার যুক্ত হতে চলেছে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল । সূত্রের খবর খড়গপুর থেকে মোড়গ্রাম পর্যন্ত নির্মিত হবে গ্রিনফিল্ড ইকোনোমিক করিডর। যা Nh116A নামে পরিচিত।পূর্ব বর্ধমানের ভাতার মঙ্গলকোট, বর্ধমান 1নং ব্লক ছাড়াও খণ্ডঘোষ এর বিস্তৃত অঞ্চলের উপর দিয়ে বয়ে যাবে জাতীয় সড়ক 116A।জমি সনাক্তকরণ ,মাটি পরীক্ষা সহ ক্ষেত্র সমীক্ষার প্রাথমিক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

খণ্ডঘোষ এর শসঙ্গা,মাসিলা,খোরকল,ওয়ানিয়া,উলকুন্ডা,ইনায়েতনগর,কুলে,উখরিদ ,বোয়াইচন্ডী প্রভৃতি গ্রাম এর পাস দিয়ে নির্মিত হবে রাস্তাটি।প্রস্তাবিত নতুন রাস্তার দৈর্ঘ্য হবে 230.957কিমি।যা মোট রাস্তার 27 শতাং থাকছে পূর্ব বর্ধমানে।জমির প্রকৃত মালিকদের সঙ্গে জমি সংক্রান্ত যাবতীয় বিবাদ নিষ্পত্তিকরনের কাজ সেরে ফেলেছে জাতীয় সরক কর্তৃপক্ষ।খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ এর কাজও শেষ হয়েছে।

প্রাথমিক ভাবে চারটি লেনের মাধ্যমে যান চলাচল করবে।পরে তা ছয় লেনে রূপান্তরিত করার সুযোগ রাখা হয়েছে।প্রকল্প নির্মাণে আনুমানিক ব্যয় বরাদ্দ হয়ে 12 হাজার কোটি টাকা ।জাতীয় সড়কের প্রজেক্ট রিপোর্টে বলা হয়েছে স্থানীয় ভাবে আর্থসামাজিক উন্নয়নই একমাত্র লক্ষ্য।সেই সঙ্গে উত্তর বঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ঝঞ্ঝাটহীন যোগাযোগ,ব্যাবসা বাণিজ্যের উন্নতি সাধন ,হলদিয়া বন্দরের সঙ্গে উত্তর ভারতের রাজ্য গুলির নিবিড় যোগাযোগ তৈরির কথা বলা হয়েছে |