বাদশা(পূর্ব বর্ধমান):-কৃষকদের কথা মাথায় রেখে উত্তর শ্রীরামপুর প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মাঠে কর্মরত ক্ষেতমজুর ও কিশোরদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।
বুধবার পূর্বস্থলীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ক্ষেতমজুরদের হাতে এই খাতা গুলি তুলে দেওয়া হয়।
উত্তর শ্রীরামপুর প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার পার্থ দে জানিয়েছেন কৃষকরা প্রখর রোদ বা ঝড় বৃষ্টি কিছুই না মেনেই মাঠে চাষ করেন, তারা কঠোর পরিশ্রম করে ফসল ফলায় সেই ফসল খেয়ে আমরা বেঁচে থাকি ।
তাদেরকে দেখা যায় প্রখর রোদে ছাতা ছাড়াই কাজ করতে । তাই তাদের এই সমস্যার কথা মাথায় রেখেই ছাতা বন্টন করার সিদ্ধান্ত নেন। এবং তারা এ দিন এই কর্মসূচি পালন করেন।