---Advertisement---

পূর্বস্থলী ১ ব্লকের হেমাতপুরে সারম্বরে পালিত হল তৃণমুল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস।

By Admin

Updated On:

Follow Us
---Advertisement---

বাদশা(পুর্ব বর্ধমান):-শনিবার পূর্বস্থলী ১ ব্লকের হেমাতপুরে সারম্বরে পালিত হল তৃণমুল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস। শুরুতেই পতাকা উত্তোলনের পর কেক কেটে শুভউদ্বোধণ করেন রাজ্যের প্রানীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। সারাদিন ধরেই প্রতিষ্ঠা দিবসের নানান অনুষ্ঠান চলে। ছাত্রছাত্রীরাই সংগীত, নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন।

স্বপনবাবু বলেন, ছাত্র ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষ্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছেন। সারা দেশের কোন রাজ্য, এই সুবিধা চালু হয়নি। এটা ছাত্র ছাত্রীদের গর্ব। বাংলার গর্ব। পড়ুয়াদের ভবিষৎ কর্মজীবন নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ভাবনা চিন্তা করেছেন। চলতি বছর থেকেই তার সুফল পাওয়া শুরু হয়ে যাবে। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন পূর্বস্থলী ১ ব্লক তৃণমূল ছাত্রপরিষদের কনভেনর দেবব্রত মোদক সহ অন্যান্যরা।

Leave a Comment