বাদশা(পূর্ব বর্ধমান):-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত সারারাজ্য জুড়ে শুরু হয়েছে গিয়েছে দুয়ারে সরকার প্রকল্পের ক্যম্প। বিশেষ করে, মায়েরা এই ক্যম্প থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। এরফলে গোটাবাংলা জুড়ে উচ্ছাসে মেতেছেন অধিকাংশ মাহিলারা। এই প্রকল্পের শ্রেনী ক্ষেত্রে, ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। দুয়ারে সরকার প্রকল্পে লক্ষীর ভান্ডার ছাড়াও স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, জাতিগত শংসাপত্র, বার্ধক্যভাতা প্রভৃতির জন্য এলাকায় ক্যাম্প করা হয়েছে।
যদিও এবার দুয়ার সরকার প্রকল্প চালু হবার পর থেকে অধিকাংশ ক্যাম্প নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। বিভিন্ন গ্রামপঞ্চায়েতের ক্ষেত্রে শুধুমাত্র একটি ক্যম্প করায়, চরম বিশ্মংখলা দেখা যায়। ধাক্কাধাক্কি, পদপিষ্ট হবার ঘটনার পাশাপাশি, অধিকাংশ ক্যম্পে কোভিডবিধি পর্যন্ত মানা হয়নি, বলে অভিযোগ ওঠে।
এর সপ্তাহ খানেক যেতেই নড়েচড়ে বসে প্রশাসন। পঞ্চায়েতগুলোতে ক্যাম্পের সংখ্যা বাড়ানো শুরু হয়। যারফলে স্বস্তির নিশ্বাস ফেলেন উপভোক্তারা। শুক্রবার পূর্ব বর্ধমান জেলায়, পূর্বস্থলী ২ ব্লকের পূর্বস্থলী গ্রামপঞ্চায়েতে গিয়ে দেখা গেল। দুয়ারে সরকার প্রকল্পে এলাকায় একাধিক ক্যাম্প করা হয়েছে। কাষ্ঠশালী নিভাননী হাইস্কুল, নীলমনী ইন্সটিটিউট, কৃষ্ণনাথ পুস্তকাগারের চলছে দুয়ারে সরকার প্রকল্পের একাধিক ক্যাম্প। উপভোক্তারা মুখে মাস্ক পরেছিলেন।