বাদশা(পূর্ব বর্ধমান):-পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত মাগনপুর এলাকায় শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা করোনা আবহাওয়া এ বছর পড়েছে ভাটা. কেবলমাত্র করোনা বিধি মেনে সামান্য লোকজন নিয়ে শুরু হয়েছে ঝুলনযাত্রা. এবছর একশো আটত্রিশ তম বর্ষে এই এলাকার ঝুলন পশুরু পদার্পণ করল।
এই মন্দিরের মূল বিশেষত্ব কী ত্রিধামতস্ত মন্দির এই মন্দিরে প্রবেশ করলে তিনটি ধাম দর্শন করা যায়,, যেমন পুরীর জগন্নাথদেব, নবদ্বীপের নিত্যানন্দ গৌরাঙ্গ এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এই মন্দিরে প্রবেশ করলে তিন দেবতাকে দর্শন করা যায়। অনেকের আর্থিক সামর্থ্য না থাকলে তিন ধাম দর্শন হয় না। তবে এই মন্দিরে প্রবেশ করলেই দেখা যাবে শ্রীধাম দাবি মন্দির কর্তৃপক্ষের। পাশাপাশি মন্দিরকে সংস্কার করার জন্য একটি ম্যাপ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে যার আনুমানিক বাজেট রাখা হয়েছে আটত্রিশ লক্ষ টাকা. কিন্তু অর্থের অভাবে মন্দির এর কাজ গিয়েছে থমকে, ফলে ভক্তবৃন্দের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন মন্দিরের ট্রাস্ট এর তরফ থেকে তাঁরা. যদি ভক্তবৃন্দ আর্থিক সাহায্য করেন তাহলে অনেকটাই মন্দির কাজ এগোবে বলে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ.