---Advertisement---

গলসির রাইপুর গ্রামে পালিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস

By Web Desk

Updated On:

Follow Us
---Advertisement---
সংবাদ দাতা পূর্ব বর্ধমান, গলসি : গলসি ১ নং ব্লকের লোয়া রামগোপাল পুর গ্রাম পঞ্চায়েত রাইপুর গ্রামে পালন করা হল পঁচাত্তর তম স্বাধীনতা দিবস। সকালে পতাকা উত্তোলন মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী। তাছাড়াও এদিন দলীয় কর্মীরা দেশ নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন সকল নেতানেত্রী ও কর্মী সমর্থকেরা। দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। তাছাড়া ওই অনুষ্ঠানে আগত সকল মানুষকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি খেচুরি খাওয়ানো হয়। সমগ্র ওই অনুষ্ঠানের আয়োজন করেন গলসি ১ নং পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধক্ষ্যা ফজিলা বেগম।

ছবি : পুস্পার্ঘ অর্পণ করছেন জাহির আব্বাস মন্ডল
উপস্থিত ছিলেন, গলসি ১ নং ব্লক তৃণমূল সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী, সহ সভাপতি ইজাহারুল ইসলাম মন্ডল, গলসি ১ নং পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধক্ষ্যা ফজিলা বেগম, তৃণমূল নেতা জাহির আব্বাস মন্ডল সহ দলীয় নেতা নেত্রীরা। জাহির আব্বাস মন্ডল  জানিয়েছেন, আমাদের সকল দেশবাসীর কাছে এই দিনটির মুল্য অপরিসীম। আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে স্মরন করেছি। এলাকার খুদে পড়ুয়ারা দেশের প্রতি শ্রদ্ধা জানাতে দেশাত্মবোধক নৃত্য, আবৃত্তি বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।

Leave a Comment