---Advertisement---

উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েতে পতাকা উত্তোলন করলেন প্রধান মনসা বাউরী

By Web Desk

Published On:

Follow Us
---Advertisement---

নিজস্ব সংবাদ দাতা পূর্ব বর্ধমান, গলসি : উচ্চগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান মনসা বাউরীর উদ্দ্যোগে পালন করা হল পঁচাত্তর তম স্বাধীনতা দিবস। সকালে পতাকা উত্তোলন মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। তাছাড়াও এদিন দেশ নায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পাশাপাশি এলাকার কচিকাঁচাদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। মনসা বাউরী বলেন, তিন বছর হল তিনি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন। তখন থেকে পঞ্চায়েত অফিসে জাতীয় পতাকা উত্তোলন করছেন।

ছবি : পুস্পার্ঘ অর্পণ করেছেন মনসা বাউরী
তিনি জানিয়েছেন, হিন্দু, মুসলিম, শিখ, ঈশাই সকলের রক্ত ক্ষরন হয়েছে এই স্বাধীনতা পেতে। আমাদের পূর্ব পুরুষরা বহু লড়াই ও সংগ্রাম করে ইংরেজদের গোলামী থেকে আমাদের মুক্ত করেছেন। তাই সারাদেশ জুড়ে আজ আমরা স্বাধীনতা দিবস পালন করছি। আমাদের সকল দেশবাসীর কাছে এই দিনটির মুল্য অপরিসীম। তিনি আরও জানিয়েছেন, আমার পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি শ্রদ্ধার সহিত পালন করেছি সকল মানুষ। আজকের দিনটি আমরা কখনই ভুলতে পারবো না।

Leave a Comment