আজিজুর রহমান, পূর্ব বর্ধমান, গলসি : গলসি থানায় পালিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস। এদিন সকাল নয়টা নাগাদ গলসি থানার প্রাঙ্গনে পতাকা উত্তোলন করলেন গলসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর সরকার। পাশাপাশি গলসি ১ নং ব্লকের পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও গলসি ২ নং ব্লকের আদড়াহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি সকল রোগীদের ফল বিতরন করা হয়। থানায় উপস্থিত সকল পুলিশকর্মীরা মিলিত হয়ে জাতীয় পতাকা প্রতি সম্মান জ্ঞাপন করেন।
ছবি: ফল বিতরণ করছেন গলসি ওসি দীপঙ্কর সরকার
স্থানীয় শিক্ষক সেখ ফিরোজ আলি বলেন, আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তাই সকল ভারত বাসীর কাছে এই দিনটি একটি চীর স্মরনীয় দিন। যার জন্য দেশ, রাজ্যের সাথে সাথে ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। এদিন গলসি থানার ওসি সাহেবের উদ্দ্যোগ রোগিদের ফল বিতরনে দুটি হাসপাতালে রোগীরা উপকৃত হয়েছেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে সাধারণত গরীব মানুষরা ভর্তি হন চিকিৎসা পরিসেবা নেওয়ার জন্য। তারা নিজেদের ওষুধ কেনার টাকা পয়সা যোগার করতে হিমসিম খেয়ে যান। ফল কেনা তো তাদের পক্ষে সম্ভব নয়। ওসি সাহেবের এমন কাজে তার সাথে সাথে খুশি হয়েছেন এলাকার বহু সাধারণ মানুষ।
ছবি: ফল বিতরণ করছেন গলসি থানার পুলিশ অফিসার শান্তিময় লায়েক
গলসি ২ নং ব্লকের কর্মতীর্থের ব্যাবসায়ী রাজা সাঁই বলেন, করোনা আবহে বহু গরীব মানুষ কর্মহীন হয়েছেন। অভাবে পরেছেন বহু মানুষ। এমন উদ্দ্যোগ তার খুবই ভাল লেগেছে। তিনি বলেন, আমরা গলসি থানার ওসিকে বিভিন্ন জনহিত কাজে দেখেছি। সবসময়ই তিনি নীরবে মানুষের কাজ করতে পছন্দ করেন। আজকের দিনে দীপঙ্কর বাবুর উদ্দ্যোগ তার মত বহু মানুষের ভাল লেগেছে।