---Advertisement---

খানাকুলের বন্যা দুর্গত মানুষের পাশে সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটি

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

আজাহার উদ্দিন(আরামবাগ):-বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হওয়ার ফলে হুগলির খানাকুলের বিস্তীর্ণ এলাকার বাসিন্দা জলমগ্ন।নদী বাঁধ ভাঙ্গার ফলে অবস্থার শোচনীয় হয়ে পড়ে।স্থানীয় পুলিশ প্রশাসন ও পঞ্চায়েতের উদোগে ত্রাণ শিবির করা হয়,এবার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন শিল্পপতি সৈয়দ জিয়াজুর রহমান। সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটির উদোগে এক হাজার মানুষের হাতে শুকনো খাবার ও ত্রিপল তুলে দেন সোসাইটির সভাপতি সৈয়দ জিয়াজুর রহমান

খানাকুলের রাজহাটি এলাকার বন্যা পরিস্থিতির পরিদর্শনের পাশাপাশি অসহায় মানুষের হাতে খাদ্য দ্রব্য তুলে দেন, এই কাজে সহযোগিতা করেন খানাকুলের তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম। জিয়াজুর রহমান বলেন আমাদের এই সোসাইটির পক্ষ হতে বন্যা কবলিত মানুষের পাশে আমি আমার সাধ্যমত পাশে থাকার চেষ্টা করে যাবো, প্রাকৃতিক বিপর্যয়ের সময়েও মানুষের পাশে সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটি কাজ করবে এই সোসাইটির মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় সাধ্যমত সাহায্য করে থাকে বলে জানান সোসাইটির সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ জিয়াজুর রহমান।

Leave a Comment