---Advertisement---

প্রাক্তন সভাপতি মুন্সী নজিবর রহমান মহাশয় মায়াপুর তৃণমূল কংগ্রেসেরপার্টি অফিস এ থাকায় উৎসাহিত কর্মীরা

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

সফিকামাল (আরামবাগ):- আজ সোমবার মায়াপুর ১ নম্বর অঞ্চলের প্রাক্তন সভাপতি মুন্সী নজিবর রহমান মহাশয় তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক ১৯৯৮ সালে লড়াই করা নেতা আজ আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় নির্দেশ এই প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে থাকার বার্তাকে মান্যতা দিয়ে মায়াপুর ১নং জি-পির তৃনমূল কংগ্রেসের পার্টি অফিসে উপস্থিত হয়ে

কর্মীদের উৎসাহিত করেন এবং বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরাও তৃনমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মানুষের পাশে থাকার জন্য সব সময় প্রস্তুত থাকব। এলাকায় প্রাক্তন সভাপতি সমহীমায় উপস্থিতিতে কর্মী সমর্থকরা ভীষণভাবে উৎদীপ্ত।

Leave a Comment