বাদশা(পূর্বস্থলী):- ২৭ জুলাই– পূর্বস্থলী থানার পুলিশ একটি সাত জনের ছিনতাই গ্যাং পাকড়াও করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ছয় জন মহিলা এবং একজন পুরুষ। ধৃতদের মঙ্গলবার কালনা আদালতে পাঠায়। বিচারক পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতদের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে– সোমবার বিকালে পূর্বস্থলীর জামালপুরের বুড়োরাজ মন্দিরে পুজো দিতে যান স্বপ্না দাস নামের এক মহিলা। তার আগে ও পিছে কয়েকজন পুজোর ডালা নিয়ে লাইন দেয় কয়েকজন মহিলা। হঠাৎ ঠেলাঠেলি করে সপ্না দাসকে মেঝেতে ফেলে দেওয়া হয়। মেঝে থেকে উঠে সপ্না দাস দেখেন গলার সোনার হারটি নেই। আরো তিনি লক্ষ্য করেন আগে পিছে লাইন দেওয়া মহিলারা পুজো না দিয়ে দলবেঁধে পালিয়ে যাচ্ছে। তাতে সন্দেহ হওয়ায় মন্দির চত্বরে কর্তব্যরত পুলিশকে বিষয়টি জানান। পুলিশ কোনরকম বিলম্ব না করে একটি গাড়িতে পালিয়ে যাওয়া মহিলাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তাদের বাড়ি হুগলি জেলায়। বিভিন্ন মেলা খেলা মন্দিরগুলিতে দলবদ্ধ ভাবে গাড়িতে গিয়ে ছিনতাই করা তাদের কাজ। উল্লেখ্য বুড়োরাজ মন্দির চত্বরে আরো একটি হার ছিনতাইয়ের ঘটনা ঘটে।
---Advertisement---
LATEST ARTICLES
Updated On: