বাদশা(পূর্বস্থলী):-কার্গিল দিবস উপলক্ষে সোমবার পূর্বস্থলী ১ ব্লকের বগপুরে অঞ্চলে বৃক্ষরোপন উৎসবে মাতলেন অঞ্চল যুব তৃণমূলের কর্মীরা। এদিন তারা প্রখ্যাত সাহিত্যিক, প্রবন্ধিক ও সাংবাদিক দূর্গাদাস লাহিড়ির জন্মভিটায় প্রায় দুশো গাছের চারা রোপন করেন। উপস্থিত ছিলেন যুব সভাপতি সন্দীপ ঘোষ, পঞ্চায়েত প্রধান সইদুল সেখ, দক্ষিণের যুব সভাপতি ভোলা শেখ প্রমুখ। উদ্যোক্তাদের দাবি, গাছের চারা রোপনের জন্য তাদের উৎসাহ দিয়েছেন এলাকার রুপকার তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি নিজেই এই গাছের চারাগুলো রোপনের জন্যে উপহার দিয়েছিলেন। চারা গাছগুলির মধ্যে ছিল মেহগনি, অর্জুন ও শিশুগাছ। এদিন চারাগাছ রোপন দেখতে স্থানীয় বাসিন্দারাও ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, দূর্গাদাস লাহিড়ি ছিলেন বাংলার প্রখ্যাত সাহিত্যিক। বাংলার স্বাধীনতা আন্দোলনেও তার অবদান রয়েছে। তার বাড়ি পূর্বস্থলী ১ ব্লকের চকবামন গড়িয়াতে। দূর্গাদাস লাহিড়ির নামে গ্রামে লাইব্রেরি রয়েছে। তাদের পৈত্রিক প্রাচীন শিবমন্দির আজও পূণ্যার্থীদের ঢল নামে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কয়েক বছর আগে ওই গ্রামে প্রয়াত সাহিত্যিকের আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। এদিন বৃক্ষরোপনের পাশাপাশি দূর্গাদাস লাহিড়িরও স্মৃতিচারণ করে যুবকর্মীরা।