---Advertisement---

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ভার্চুয়াল সভায় ছাত্র-ছাত্রীদের সাথে কথা বললেন মন্ত্রী স্বপন দেবনাথ

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

পূর্বস্থলী:-  স্টুডেণ্ট ক্রেডিট কার্ড নিয়ে ভার্চুয়াল সভায় ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

রবিবার পূর্বস্থলী ১ ব্লকের চাঁপাহাটি পুরুষোত্তম ভবনে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের অনুপ্রেরনায় ও ব্লক তৃণমুল ছাত্র পরিষদের উদ্যোগে স্টুডেণ্ট ক্রেডিট কার্ড সম্বন্ধীয় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলাপরিষদের অধ্যক্ষ দেবাশিষ নাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি দীলিপ মল্লিক, টিএমসিপির সভাপতি সহ প্রায় ২০০ জন ছাত্রছাত্রী। উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীরা কি ভাবে সরকারি ঋনের জন্য আবেদন করবেন, কি ধরনের কোর্স পড়লে সরকারি চাকরি পাওয়া যেতে পারে, তা নিয়ে বিস্তর আলোচনা হয়।

সভা চলাকালিন অ্যান্ডুয়েড ফোনে মাধ্যমে ছাত্রছাত্রীদে্রা সঙ্গে কথা বলেন মন্ত্রী। বিশেষ কারনে তিনি কলকাতায় আছেন। এদিন সেখানে থেকেই ভার্চুয়াল সভায় তিনি ছাত্রছাত্রদের উপদেশ দিলেন। সভায় উপস্থিত অনেক ছাত্রছাত্রীই এদিন স্বপনবাবুর কথা শুনে আপ্লুত হয়ে পড়েন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরিক্ষার পর অনেক পড়ুয়ারাই অর্থের অভাবে পড়াশুনা চালিয়ে যেতে পারেন না।

যেদিন, বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেণ্ট ক্রেডিট কার্ড চালুর কথা ঘোষনা করেছিলেন। সেদিন বিধানসভাতেই উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। মুখ্যমন্ত্রী ওই ঘোষণা শুনে তিনি আবেগে কেঁদে ফেলেছিলেন। পরে স্বপনবাবু তার সতীর্থদের বলেছিলেন “আমার পড়াশুনার জন্য, মাকে ততকালিন সময়ে সোনার গয়না বন্ধক দিতে হয়েছিল”।

Leave a Comment