---Advertisement---

জয়শ্রীর শিক্ষিকা হওয়ার স্বপ্নে বাধা অভাব

By Admin

Published On:

Follow Us
---Advertisement---

বাদশা(পূর্বস্থলী):- ২৪ জুলাই– গরিব ঘরের মেয়ে জয়শ্রী সাহারায়ের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল হয়নি। জয়শ্রীর মতে পরীক্ষা না হওয়ার কারণে এই ফল। দুই বছর আগে তার মাধ্যমিকে নাম্বার উঠেছিল ৬৩৩। এবছর উচ্চমাধ্যমিকে পরীক্ষা না দিয়েও বোর্ডের নিয়ম অনুযায়ী নাম্বার পেয়েছে ৪২৩। বিষয় ভিত্তিক নম্বর হল– বাংলা-৮৪, অঙ্ক-৮৪, পদার্থ বিজ্ঞান-৮৬, জীবন বিজ্ঞান-৮৩, রসায়ন বিজ্ঞান-৮৬। মাধ্যমিকের পর সে ভৌত বিজ্ঞান নিয়ে উচ্চ শিক্ষা নিয়ে ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা শুরু করে। পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা না হওয়ার জন্য অনেকটাই হোঁচট খেয়েছে। তবুও শিক্ষিকা হওয়ার স্বপ্ন পূরণে এখনো অবিচল। কিন্তু এই মেধাবী ছাত্রীর সেই স্বপ্ন পূরণের পথে প্রধান বাধা হল আর্থিক দুর্বলতা।

জয়শ্রী সাহারায়ের বাড়ি নাদনঘাট থানার দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের মাদ্রা গ্রামে। প্রবল আর্সেনিক প্রবন মাদ্রা গ্রামে জয়শ্রীর বাবা রামকুমার সাহারায়ের একটি সেলাইয়ের দোকান আছে। ছেঁড়া ফুঁটো জামা কাপড় সেলাই করেই তাদের কোন রকমে সংসার চলে। মা দুর্গা সাহারায় বাড়িতে বিডি বেঁধে সংসারকে কিছু সহায়তা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু করোনা আবহ সেই কাজেও এখন অন্তরায়। এমত অবস্থায় বাবা-মার আয় থেকে পয়সা খরচ করে জয়শ্রীকে পড়াশুনা করানো কথা ভাবা মানে ছেঁড়া কাঁথায় শুয়ে রাজা হওয়ার স্বপ্নের মতোই। তাই এই মেধাবী মেয়েটির স্বপ্ন পূরণে কোন সহৃদয় ব্যক্তি ও সংস্থার আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি |

যোগাযোগ– ৬২৯৫৮৭২৪৪৯ (জয়শ্রী)

Leave a Comment