---Advertisement---

প্রকাশ্যে এল MOTOROLA ONE ZOOM

By Admin

Published On:

Follow Us
---Advertisement---
একটা সময়ে বাজেট গুগল ডিভাইস হিসেবে দশর্কদের নজর কেড়েছিল Motorola । একের পর এক স্টক অ্যান্ড্রয়েডের স্মার্টফোন বাজারে এনে গ্যাজেটপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল ‘M’ শব্দটি ।সম্প্রতি স্মার্টফোনের ট্রেন্ডের সঙ্গে পাল্লা দিতে না পেরে খানিকটা পিছিয়ে এলেও ফের ট্র্যাকে ফিরেছে Motorola । ইতিমধ্যেই Motorola One Vision জনপ্রিয়তা পেয়েছে । এর পরেই কোম্পানির তরফ থেকে Motorola One সিরিজের দ্বিতীয় ফোনের কথা জানানো হয় । যার নাম হতে চলেছে Motorola One Zoom ।
তবে লঞ্চের আগেই Motorola One Zoom ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে এল । ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর । যদিও আগে Motorola One Pro নামে ফোন সামনে এলেও সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে Motorola One Zoom নামেই লঞ্চ হবে স্মার্টফোনটি ।

রিপোর্টে জানানো হয়েছে Motorola One Zoom ফোনের পিছনে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ । একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর । এর সঙ্গেই থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা । একটি 5x টেলিফটো লেন্স । এছাড়াও ভালো পোট্রেট তোলার জন্য থাকছে একটি ডেপ্ত সেন্সর ।

রিপোর্টে আরও জানানো হয়েছে Motorola One Zoom ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ । ডিসপ্লের ব্রেজেল এর অংশটিও যথেষ্ট পাতলা করা হয়েছে । ওয়াটার ড্রপ নচেই থাকবে ফোনের সেলফি ক্যামেরা ।
Motorola One Zoom ফোনে থাকবে একটি 6.2 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে । এছাড়াও ফোনে থাকছে 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C আর বড় ব্যাটারি । ফোনের ব্যাটারি নিয়ে রিপোর্টে বিস্তারিত কিছু জানানো হয় নি । ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ।

Leave a Comment