নতুন বছরে একাধিক নয়া ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
By Admin
Published On:
আর বাকি মাত্র ৪ দিন । বিদায় জানাতে চলেছে ২০১৯ । তার সঙ্গেই আগমন হবে ২০২০ সালের ।
গত এক বছরে বহু পরিবর্তন ঘটেছে । তার মধ্যে বিশেষ করে বদল এনেছে টেক দুনিয়ায় ।
সময়ের সঙ্গে লড়াই করতে মার্কেটে এসেছে টিকটক-এর মতো নয়া অ্যাপস ।
তাল মিলিয়ে বদলেছে পুরানো ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো জায়েন্ট অ্যাপস ।
চলতি বছরে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক স্টোরিতে ট্রান্সফার, পরপর ভয়েস মেসেজ, পিআইপি মোড, লিমিডেট মেসেজ ফরোয়ার্ড অপশন সহ একাধিক ফিচার এনেছিল ।
নতুন বছরে আরও আপ়ডেট করতে ফের কয়েকটি ফিচার আনতে চলেছে আমেরিকান জায়েন্ট অ্যাপসটি ।
যেগুলি অ্যানড্রয়েড ও অ্যাপেল দুই ধরনের মোবাইল ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি পাওয়া যায় ।
১. ডার্ক মোডঃ বেশ কয়েকদিন ধরেই হোয়াটসঅ্যাপে টেস্টিং চলছে ডার্ক মোড ফিচারটি । ডার্ক মোডটি অনেকটা ফেসবুকের মতোই সিস্টেম ।
আগামী বছরই এই অ্যাপসটি আসতে চলেছে । হোয়াটসঅ্যাপ সেটিংসে যোগ করা হচ্ছে ডার্ক মোড ।
২. ফেস আনলকঃ প্রাইভেট চ্যাট, ফটো ইত্যাদি জিনিস সুরক্ষিত করতেই এই ফিচার আনতে চলেছে হোয়াটস অ্যাপ ।
এটি কাজ হবে অনেকটা মোবাইলের ফেস লকের মতো ।
বর্তমানে স্মার্ট ফোনে ফেস আনকল খুবই গুরুত্বপূর্ণ । ২০২০ সালে ফিচারের মধ্যে সবথেকে কার্যকরী ফিচার এটি ।
৩. একাধিক ডিভাইস ব্যবহার করাঃ একের বেশি ডিভাইস দিয়ে একসঙ্গে হোয়াটস অ্যাপে অন থাকা যাবে । এই ফিচারটি বহুদিন ধরেই ট্রায়াল মোডে ছিল ।
আগামী বছরের শুরুতেই আসতে চলেছে মাল্টিপাল ডিভাইস সাপোর্টের ফিচার ।
৪. সিলেক্টেড লাস্ট সিনঃ আগে হোয়াটসঅ্যাপে লাস্ট সিন প্রাইভেসির জন্য তিনটি অপশন ছিল “Contact” , “Every One” ও “Only me” ।
এবার প্রাইভেসি সিস্টেমে নয়া ফিচার আনতে সিলেক্টেড লাস্ট সিন আনছে হোয়াটসঅ্যাপ ।