নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে এবার যৌথভাবে পথে নামল বাম-কংগ্রেস। শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বাম-কংগ্রেসের যৌথ প্রতিবাদ মিছিল শুরু হয়। চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে মিছিল শেষ হয মহাজাতি সদনে। মিছিলে ছিলেন রাজ্য বাম ও প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মিছিলে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী-সহ বাম নেতৃবৃন্দ। অন্যদিকে, মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য-সহ রাজ্য কংগ্রেসের নেতারা। মিছিল শেষে মহাজাতি সদনে আয়োজিত সভায় কেন্দ্রের আইনের বিরুদ্ধে তোপ দাগেন বাম ও কংগ্রেসের নেতারা। নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে মোদী-শাহের কড়া সমালোচনায় সরব হন বাম-কংগ্রেস নেতারা।
নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে শুরু থেকেই প্রতিবাদের ঝড় তুলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় আইনের প্রতিবাদে একের পর এক মিছিল প্রতিবাদ সভা করেছেন তৃণমূলসুপ্রিমো। শান্তিপূর্ণ পথে কেন্দ্রীয় পদক্ষেপের বিরুদ্ধে পথে নামতে নির্দেশ দিয়েছেন দলের নেতা-কর্মীদেরও। সিএএ ও এনআরসি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বিজেপিবিরোধী সব শক্তিকে একজোটে লড়াইয়েরও বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী। বিরোধিতার পাশাপাশি মমতা জানিয়েছেন এরাজ্যে কোনওভাবেই নাগরিকত্ব আইন ও এনআরসি কার্যকর করা হবে না। এছাড়াও এনপিআর নিয়েও কেন্দ্র-বিরোধী অবস্থান জারি রেখেছেন তৃণমূলনেত্রী। ইতিমধ্যেই এনপিআর নিয়ে তাঁর উষ্মার কথা জেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলারও আগ্রহ দেখিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে পশ্চিমবঙ্গে এনপিআর নিয়ে কাজ শুরু করতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, তৃণমূল কেন্দ্র বিরোধিতায় পথে নামলেও বাম-কংগ্রেসকে জোটবদ্ধভাবে কলকাতার রাস্তায় প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা যায়নি। যদিও আলাদা আলাদা ভাবে কর্মসূচি পালন করেছে রাজ্যের এই দুই বিরোধী দল। শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যৌথ প্রতিবাদ মিছিল বের করে বাম-কংগ্রেস। মিছিলে বাম-কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি দুই দলের বহু কর্মী-সমর্থক দলীয় পতাকা প্ল্যাকার্ড, ব্যানার হাতে প্রতিবাদ মিছিলে সামিল হন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড-জওহরলাল নেহরু রোড হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ মহাজাতি সদনে শেষ হয় মিছিল।