মানব সভ্যতার সবাই সম্ভবত সবচেয়ে অন্ধকার পর্যায়ের মধ্যে দিয়ে চলছে। দেশজুড়ে করোনা সংক্রমিতের সংখ্যা দিন দিন বাড়ছে।
করোনা ভাইরাস এর সংক্রমণ এড়াতে যেমন বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে সরকার, তেমনি সরকারের পক্ষে যা যা করণীয় সরকার সেগুলো যথাযত ভাবে করে চলেছে। ফলে বেড়েছে সরকারের ব্যায়ভার। কোরোনার সাথে লড়তে যে বিপুল অর্থের প্রয়োজন, সেটা জোগাড় করতে রাজ্যসরকার , রাজ্য বাসীকে আহ্বান জানিয়েছেনএই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে অর্থ প্রদানের জন্যে এগিয়ে আসছে বহু সাধারণ মানুষ সহ স্বেচ্ছাসেবী সংগঠন,
একইভাবে এগিয়ে এলো ভারত জাকাত মাঝি পরগানা মহল।এদিন তারা 20, 000 টাকার একটি চেক পূর্ব বর্ধমান জেলা শাসকের এর হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন মঙ্গল সোরেন, রাজ্য কমিটির প্রধান সহ সভাপতি রাজেন্দ্রনাথ মুর্মু, বর্ধমান সদর মহকুমার ভারত জাকাত মাঝি পরগানার সক্রিয় কর্মী সংঘমিতা হাঁসদা, কালনা কাটোয়া তল্লাট পারগানা বিজয় সোরেন, স্বপন কুমার মুর্মু ছাড়াও অন্যান্য রা।জানা যায় এই সংগঠন বিভিন্ন সময় বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে থাকেন ।রাজ্য কমিটির প্রধান সহ সভাপতি মঙ্গল সরেন বলেন এই তীব্র সংকটের সময় মানুষের পাশে থাকতে পারে আমরা খুশি ।